, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সম্বল

  • প্রকাশের সময় : ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ২১ পড়া হয়েছে

কলমে– বিশ্বজিৎ মণ্ডল

আমার সহায় সম্বল বলে কিছু ছিল না…

যে দু টুকরো কাগজ ছিল, তাতে লিখেছিলাম __

নিজস্ব বদনাম

আমার ভাঁজ করা কাগজের উপর কখনো

কোন পড়শী পাখি এসে বসেনি

প্রিয়ভাজন ডাকে সাজায়নি , আমার উপকূল

কাগজ টুকু সদাই রয়ে গেল

প্রতিবেশীরা অবজ্ঞায় ছুঁড়ে দিয়েছে, নষ্ট তেজপাতার গন্ধ

খোলসের ভেতর গজিয়ে ওঠা তাচ্ছিল্যরাও একদিন

পাপঘ্ন লতা হয়ে বেড়ে ওঠে, বে পাড়ায়

আমার তো সম্বল বলে কিছু নেই।

সম্বল

প্রকাশের সময় : ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

কলমে– বিশ্বজিৎ মণ্ডল

আমার সহায় সম্বল বলে কিছু ছিল না…

যে দু টুকরো কাগজ ছিল, তাতে লিখেছিলাম __

নিজস্ব বদনাম

আমার ভাঁজ করা কাগজের উপর কখনো

কোন পড়শী পাখি এসে বসেনি

প্রিয়ভাজন ডাকে সাজায়নি , আমার উপকূল

কাগজ টুকু সদাই রয়ে গেল

প্রতিবেশীরা অবজ্ঞায় ছুঁড়ে দিয়েছে, নষ্ট তেজপাতার গন্ধ

খোলসের ভেতর গজিয়ে ওঠা তাচ্ছিল্যরাও একদিন

পাপঘ্ন লতা হয়ে বেড়ে ওঠে, বে পাড়ায়

আমার তো সম্বল বলে কিছু নেই।