
নিজস্ব প্রতিনিধিঃ
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি সিরাজগঞ্জের জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তারেক।ঈদ আসুক খুশি, সুখ আর আল্লাহর রহমত নিয়ে।আনন্দ, ভালোবাসা আর শান্তির ঈদ হৃদয়ের ক্যানভাসে আঁকা থাক। ঈদের সকালে সূর্য উঠে নতুন আশার আলো নিয়ে, বাতাসে খুশির সুবাস, ভালোবাসায় ভরে উঠুক মন।ঈদ মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন সূর্যোদয়। শুধু একদিন নয়, সারা জীবনই যেন ঈদের মতো আনন্দময় হয়।সহকর্মী, সহযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী,ও অভিভাবক পরিবারসহ সিরাজগঞ্জবাসীকে।ঈদ মোবারক।জাহাঙ্গীর আলম তারেক, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির,সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিনিয়র সহকারী শিক্ষক,চিলগাছা ন্যাশনাল টেকনিক্যাল ইনস্টিটিউট।সিরাজগঞ্জ।জাহাঙ্গীর আলম তারেক এক বার্তায় জানান দুস্থ,গরীব,অসহায় সকল ভেদাভেদ ভুলে গিয়ে যেন আমরা সবাইকে সঙ্গে নিয়ে আনন্দে ঈদ করতে পারি সেই অনুরোধ করেন।