
রমজান আলী রানা,কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রদলের নতুন কমিটি আনন্দ মিছিল করে উপজেলা সদর বসুরহাট বাজারে। মঙ্গলবার বাদ যোহর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে আনন্দ মিছিলটি বসুরহাট সরকারি এ.এইচ.সি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে পুরো বসুরহাট বাজার প্রদক্ষিণ শেষে বসুরহাট জিরো পয়েন্টে মুগ্ধ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি মুজিব কলেজ ছাত্রদলের নব-নির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম সাইমুনের সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অরূপ মজুমদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক হোসেন মোহাম্মদ এরশাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাইফুল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহŸায়ক আবদুল্লাহ আল নুর, বসুরহাট পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহŸায়ক দেলোয়ার হোসেন ইমন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের নব-নির্বাচিত কমিটি কেন্দ্র থেকে মঞ্জুরুল রিয়াদ, এমরান ও রাজেশ দা এসে যাচাই বাছাই করে ইন্টারভিউ মাধ্যমে কমিটি ঘোষণা করেছে। এতে নাছির ভাইয়ের কোন হাত নেই। কোম্পানীগঞ্জে যারা নাছির ভাইয়ের বিরুদ্ধে বিষোদগার করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।