
নিউজ ডেস্কঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি মরহুম আব্দুল মজিদ মিনুর পুত্র, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাকির (রোজন) এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় চেয়ারম্যান আব্দুল মজিদ মিনুর বাসভবনে মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে এক হাজারের বেশি রোজাদার ব্যক্তি অংশ নেন। এ সময় মাহে রমজানের তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান, কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু, কাজিপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক আবুল হাসেম বাবুল, যুবদলের নেতা জাহিদ সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সমাজসেবক তরু দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।