
শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২০ মার্চ বৃহস্পতিবার এস এম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমির আব্দুল করিম সরকার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা রাজনৈতিক সেক্রেটারী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা শাখার সভাপতি নুরুন্নবী প্রধান,ইসলামি ছাত্র শিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি ফেরদাউস সরকার রুম্মান।এ সভায় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ- সভাপতি ও পলাশবাড়ী আর্দশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তাফা, উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব সরকার, থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো,বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনের জেলা নেতা মোহাম্মদ মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।এতে অংশ নেন জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখা সহ ওয়ার্ড ও ইউনিয়ন এর সকল নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমের কর্মীরা।অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।ইফতারপূর্ব আলোচনা সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী শাখার সেক্রেটারী সাখায়ত হোসেন। ইফতারের আগ মহুর্তে দেশের কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অপরদিকে বিকাল ৪ টা হতে একই অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক ফরম পুরুন ও বিতরণ করে পলাশবাড়ী পৌর থানা শাখা ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।#